সফল ক্যারিয়ার গড়ার ৫ টি টিপস

কিছু মনে করবেন না কারণ শুরুতেই আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি ক্যারিয়ার জীবনে সফল হতে চান? আমি নিচ্ছত আপনি না বলবেন না।

খুব কম মানুষই আছে যারা যারা জীবন ও কারিয়ারে সফল হতে চাই না। বেশিরভাগ মানুষ সফল হতে চাই কিন্তু সফল হওয়ার জন্য কি দরকার বা কি করতে হবে সেটা নিয়ে সময় দিতে চাই না।

আরও পড়ুনঃ তরুণ উদ্যোক্তাদের প্রতি বিল গেটসের ১০ টি উপদেশ

সফল ক্যারিয়ার গড়ার কৌশল

কারিয়ারে সফলতা একদিনে আসে না। এর জন্য প্রতিদিন একটি রুটিন মেনে চলতে হয়। আজকের এই লেখায় আমি আপনাদের সাতেহ ৫ টি টিপস শেয়ার করছি যা কারিয়ারে সফল হওয়ার জন্য ভুমিকা রাখবে।

১। পরিশ্রম করার মানসিকতা থাকতে হবেঃ

কাজের মাধ্যমেই আমরা আমাদের লক্ষ্য বাস্তবায়ন করে থাকি। আপনি যে সেক্টরে সফল হতে চান, সেটা পাওয়ার জন্য ইচ্ছা শক্তি ও শারিরিক বা মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। এটা শুনতে ছোট মনে হলেও ইচ্ছা শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং মানসিকতা ঠিক রাখতে হবে।

২। লক্ষ্য নির্ধারণ করতে হবেঃ

সফলতার সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। কারও কাছে ফরচ্চুন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়া এক ধরনের সাফল্য আবার কারও কাছে কলেজের ফি বা পরিবার কে সহযোগিতা করাটাই মুখ্য।

তাই লক্ষ্য সঠিক ভাবে ঠিক করা জরুরী। এটা আপনাকে কাজ করতে সাহায্য করে। এ ক্ষেত্রে বড় উদ্দেশ্য অর্জনের জন্য কঠিন কাজ গুলো ভাগ ভাগ করে সমাধান করতে হবে। মোটকথা লক্ষ্য আপনার পথকে সহজ করে দিবে।

৩। সফল ব্যক্তিদের সান্নিদ্ধে আসুন:

আপনার ব্যক্তিত্ব, নৈতিকতা বা লিডারশীপ কেমন তা বোঝার উপায় হল আপনি কাদের সাথে বেশি সময় কাটান। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।

আপনার আশে পাশে এমন নেটওয়ার্ক গড়ে তুলুন যারা জীবনে ভাল কিছু করতে চাই। যাদের বড় সপ্ন আছে, এদের সাথে যোগাযোগ তৈরি করুন। সম্ভব হলে বসে কথা বলুন এবং ভাল সম্পর্ক গড়ে তুলুন। আপনি যে ধরনের কারিয়ার গড়তে চান, সে বিষয়ে মিটিং করুন এবং পরামর্শ নিন।

৪। রুটিন অনুসরণ করুনঃ

সবাই বলে কাজ করার জন্য সময় কোথায়। কিন্তু সবার জন্য একই সময় তাই না? ২৪ ঘণ্টা । পার্থক্য হল সফল ব্যাক্তিরা এই সময় টাকে অনেক দক্ষতার সাথে কাজে লাগায়।

আর আমরা আজ করব কাল করবো বলে কাজ ফেলে রাখি। সফল ব্যাক্তির জীবন সম্পর্কে জানুন তারা কি করে।

তারা একটি ভাল রুটিন মেনে চলে যেমন সময় ব্যবস্থাপনা থেকে, ঘুম থেকে উঠা, সারা দিনের কাজে তালিকা, ব্যায়াম করা, ইমেলের উত্তর দেয়া ইত্যাদি। মজার বিষয় হল তারা দিন শুরু করে অনেক সকালে যেখানে একজন গড়পড়তা মানুষ অনেক দেরিতে কাজ শুরু করে।

৫। দক্ষতা বাড়ান

ভাল কিছু অর্জন হলেই থেমে যাবেন না। নিজের দক্ষতা ও উন্নয়ন সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ। এর মানে এটা না যে সবসময় এক কাজ করবেন।

চেষ্টা করুন নতুন কিছু শেখার। নিজের দুর্বল জাইগা খুজে দেখেন এবং সেগুলো কিভাবে শক্তিতে রুপান্তর করা যাই সে দিকে মনোযোগ দিন।

যদি এ ভাবে প্রতিনিয়ত নিজের দক্ষতা বাড়াতে থাকেন তাহলে আপনার পক্ষে যে কোন পরিস্থিতি মানিয়ে চলা সহজ হবে।

Don't Miss!

Youth Rider
Youth Riderhttps://youthrider.com/
শিক্ষার্থী ও তরুণ সমাজ কে ক্যারিয়ার ও জীবন সম্পর্কে দক্ষ করে তোলার উদ্দেশে এই ব্লগ প্রতিষ্ঠিত। মহামারির প্রাক্বালে বিপুল সংখ্যক মানুষ চাকরি হারায় আর এতে করে অনেকেই হতাশ হয়ে পড়ে। তরুণ এই শক্তি কে যে কর্ম উপযোগী করে তোলার চেষ্টায় ইয়ুথ রাইডার কাজ করে যাবে। আপনি ও এর অংশীদার হতে পারেন।

সিভিতে রেফারেন্স লেখার বিস্তারিত নিয়ম!

আপনি যদি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হন তাহলে এই আর্টিকেল পুরোটাই পড়া উচিত। কারণ সিভিতে রেফারেন্স নিয়ে এতো সহজ ও তথ্য বহুল লেখা খুব কম...

সিভি ও রিজিউম এর মধ্যে পার্থক্য কী?

আপনি যখন জীবনের প্রথম চাকরির জন্য আবেদন করবেন তখন একটু হলেও ভয় নিশ্চয় পাবেন। চাকরি প্রার্থীদের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে আবেদনের সময়...

প্রফেশনাল ইমেইল লেখার A to Z নিয়ম কানুন

সঠিক ভাবে প্রফেশনাল ইমেইল লেখা কেন জরুরী? আপনার এই আর্টিকেলে ক্লিক করা উচিত হয়নি। কারণ সঠিকভাবে প্রফেশনাল ইমেইল লিখা খুব কঠিন একটা কাজ যা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.